আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৭
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি- নওগাঁয় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ চকচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৬৩/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৮০৪৮৩৫, মানচিত্র-৭৮সি/১৬) সীমান্তবর্তী কৈগ্রাম, নাওয়াল আদিবাসী পাড়ায় অভিযান পচিালনা করে ০২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে মঙ্গলবার রাত আনুঃ সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চকচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৬৩/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৮০৪৮৩৫, মানচিত্র-৭৮সি/১৬) সীমান্তবর্তী কৈগ্রাম, নাওয়াল আদিবাসী পাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে চকচন্ডি বিওপির সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে লুকানো অবস্থায় জেলার ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া পাতনা চাঁনকুড়ি গ্রামের জাহিদুল ইসলাম হেলাল (৫৬) এর পুকুর হতে ০২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।
উদ্ধারকৃত মূর্তি গুলো স্থানীয় স্বর্ণকারের নিকট পরীক্ষায় প্রাথমিকভাবে কষ্টি পাথরের মূর্তি বলে জানা যায়। কষ্টি পাথরের মূর্তির মধ্যে একটির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম (দৈর্ঘ্য-২৭ ইঞ্চি, প্রস্থ-১৩ ইঞ্চি) যার আনুঃ মূল্য-৪৩,৩০,০০০/- টাকা এবং অপরটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম (দৈর্ঘ্য-২৩ ইঞ্চি, প্রস্থ-১১ ইঞ্চি) যার আনুঃ মূল্য-১৭, ৭০,০০০/- টাকা, যার সর্বমোট সিজার মূল্য-৬১,০০,০০০/- টাকা। উল্লেখ্য যে, একই স্থান হতে উক্ত টহল দল ৫টা ২০ মিনিটে ০১টি শিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করতে সক্ষম হয় (যার ওজন ৪৫ কেজি)। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্বতাত্তিক জাদুঘরের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এবং মূর্তি পাচারের সাথে কে বা কাহারা জড়িত রয়েছে তা অনুসন্ধানের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |