আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৩
এস.এম.মনির হোসেন জীবন- রাজধানীর অদূরে ঢাকার জেলার সাভারের আশুলিয়ার থানার পলাশবাড়ী এলাকা থেকে এক কেজি ৭ গ্রাম হেরোইন এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্বারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলেন, নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)। উভয়েই রাজশাহী জেলার বাসিন্দা। আজ বুধবার সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী হেরোইন উদ্বার এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল সোয়া ১০ টায় র্যাব-৪ এর কন্ট্রোল রুমের ডিউটিরত অপারেটর কর্পোরাল মোহাম্মদ সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৩ টা ২০ মিনিটের সময় র্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১.০৭ কেজি হেরোইনসহ নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা। এসময় তাদের নিকট থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ ৯শ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |