- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের লোহাগড়া বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
নড়াইলের লোহাগড়া বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে :- নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শরীফ কাসাফুদ্দোজা কাফীকে আহ্বায়ক এবং মফিজুর রহমানকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির যুগ্মআহবায়ক হলেন-মোল্যা হেমায়েত হোসেন, সাহিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, সালেহা বেগম, এনায়েত করিম, নায়েব আলী, ইউসুফ আলী, মোল্যা সাহিদুর রহমান হান্নান, বাচ্চু মিয়া, সেলিম রেজা লিটু, বিএম মঞ্জুরুল হক রঞ্জু ও মুসা মোল্যা।
লোহাগড়া উপজেলা এবং ১২টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে গত ২২ অক্টোবর জরুরি সভায় এ আহ্বায়ক কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়। দলকে গতিশীল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবেন বলে জানান।
এর আগে ২০২০ সালের ৬ নভেম্বর তৃণমূল ভোটে জিএম নজরুল ইসলামকে আহ্বায়ক এবং টিপু সুলতান ও কাজী সুলতানুজ্জামান সেলিমকে যৌথভাবে সদস্য সচিব করে লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
Please follow and like us:
20 20