উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:- নড়াইলে কাইজ্জায় ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ ৪ জন গ্রেফতার শুক্রবার, ৩০ এপ্রিল, নড়াইলে সারাদিন অভিযান চালিয়ে ঢাল, সরকি, ভেলা কাইজ্জায় ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ ৪ জনকে গ্রেফতার করেছেন নড়াইল জেলা পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া হতে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। দীননাথপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে সুরুজ মোল্লা (৬৫), ২। মৃত ছলেমান মোল্লার ছেলে দুলাল মোল্লা ( ৫০), ৩। মৃত মোকাদ্দেস শেখের ছেলে সাইফার শেখ(৬০) ও ৪। মোঃ রোকন কাজির ছেলে উতার গাজী(৬০) । নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথ পাড়া এলাকাটি কাইজ্জা প্রবণ এলাকা হিসেবে পরিচিত। নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) নির্দেশক্রমে নড়াইল জেলা গোয়েন্দা শাখা, লাহুড়িয়া তদন্ত কেন্দ্র ও লোহাগড়া থানা পুলিশ সহ পুলিশ পরিদর্শক আব্দুল গফুরের নেতৃত্বে লাহুড়িয়া ইউনিয়নে বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে ১৮টি ঢাল,২২ টি সরকি ও ৪টি ভেলা উদ্ধার করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম(বার) বলেন নড়াইল জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।