আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৩৫
নড়াইলের লোহাগড়ায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নড়াইল-ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তুহিন শেখ নামে আরো একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার মাইটকুমড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা, রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস এবং একই উপজেলার কালনা গ্রামের হেমায়েত শেখের ছেলে শামীম শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল তার দাদির লাশ দাফনের জন্য চারজনকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী মসজিদ থেকে খাটিয়া আনতে যান। পরে খাটিয়া নিয়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাসেল, জিয়া ও শামীম। গুরুতর আহত হন তুহিন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে গণমাধ্যম কে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |