- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে পালিত কন্যাকে ধর্ষণ বাবা কারাগারে
নড়াইলে পালিত কন্যাকে ধর্ষণ বাবা কারাগারে
প্রকাশ: ১ জুন, ২০২১ ৬:৩৬ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা লিজন খন্দকার (৪০)কে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। লিজন খন্দকারের বাড়ি সদর উপজেলার সাধুখালী গ্রামে। পুলিশ ও ধষর্ণের শিকার ওই কিশোরী জানান, তার মা স্বপ্না বেগম আগের স্বামী ইউনুস শেখের সাথে সম্পর্ক ছিন্ন করে লিজন খন্দকারকে বিয়ে করে একসাথে বসবাস করে। সেই সুবাদে লিজান খন্দকার তার পালিত কন্যাকে প্রায়ই ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে। সর্বশেষ গত ২৫ মে ওই কিশোরীকে তার পালিত পিতা ধর্ষণ করে।এ বিষয়ে ধর্ষণের শিকার ওই কিশোরী নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। নড়াইল থানা পুলিশ ধর্ষণের অভিযোগে লিজন খন্দকারকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
Please follow and like us:
20 20