- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে পুলিশ সুপার প্রবীর কুমার রায়’র নির্দেশ় বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার ২
নড়াইলে পুলিশ সুপার প্রবীর কুমার রায়’র নির্দেশ় বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার ২
প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২১ ৬:৪১ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গাঁজা ও মোটরসাইকেলসহ আটক। রবিবার (১২ডিসেম্বর) নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোঁপন সংবাদের ভিত্তিতে বেনাপোল হতে মোটর সাইকেল যোগে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী নড়াইল শহরে প্রবেশ করছে। গোঁপন সংবাদে ভিতিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)র নির্দেশ় পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) সুকান্ত সাহাসহ সঙ্গীয় অফিসার ফোর্স এসআই মো: ফাহাদ হোসেন, এএসআই মো:আলী হোসেন, কনেস্টোবল মিন্টু নন্দী, মো:শিবলী, মো:শরীফ ও ইব্রাহিমসহ নড়াইল থানাধীন নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর ব্রিজের পাশে মোটরসাইকেল যোগে মাদক ব্যবসায়ী ব্রিজের উপরে আসলে তাদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের সিটের নিচে সাজিয়ে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করেন, ডিবি পুলিশ।
Please follow and like us:
20 20