- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেণ এসপি প্রবীর কুমার রায়
নড়াইলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেণ এসপি প্রবীর কুমার রায়
প্রকাশ: ৩০ মে, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:- ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপি ক্যারাম বোর্ড প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত এ খেলায় জেলার চারটি থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, ডিবি পুলিশ ও পুলিশ ফাঁড়ির ২৮জন সদস্য অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় পুলিশ লাইন্সের দু’টি দল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেণ পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, সদর থানার ওসি ইলিয়াস হোসেন, ডিবি ওসি সুকান্ত সাহাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
Please follow and like us:
20 20