উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইলে ইয়াবাসহ তুহিন শেখ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লোহাগড়া উপজেলার পদ্দবিলা গ্রামের ছালাম শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে মাদক কারবারি তুহিন শেখকে মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭শ ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।