- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে ১৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার-২
নড়াইলে ১৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার-২
প্রকাশ: ৭ অক্টোবর, ২০২০ ৬:৩৫ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ১৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার-২
পুলিশ সুপার- নড়াইল স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিওিতে, বুধবার ০৭/১০/২০২০ তারিখ বিকাল ৫,০০ ঘটিকায় নড়াইল সদর থানাধীন, পাইকমারী গ্রাম থেকে, মাদক ব্যাবসাহী (১) মোঃ হাবিবুর রহমান মোল্ল্যা (২৪) পিতাঃ মোঃ এনায়েত হোসেন মোল্ল্যা (২) মোঃ রাশেদ মোল্ল্যা(২৩) পিতাঃ মৃত বাচ্চু মোল্ল্যা, উভয় সাং পাইকমারী,থানা জেলাঃ নড়াইল দেরকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এস আই নিয়াজ, এ এসআই দুরান্ত আনিস এএসআই আলী হোসেন এ এসআই মাফুজুর কং আশরাফ, বিকাশ, জিবন, সহ গ্রেফতার পূর্বক নড়াইল সদর থানায় নিয়মিত মামলা রুজু করা করা হয়।
Please follow and like us:
20 20