১ মে রবিবার সকাল ১১টার সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরনে ও অপরাধ নিয়ন্ত্রণে নড়াইল জেলা পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে। এ সময় তিনি দুস্থ, অসহায় ও সম্বলহীন মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং কোন রকম মারামারি ও সামাজিক দ্বন্দ্বে না জড়িয়ে সকলকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও নিরাপদে ঈদ উদযাপন করার জন্য আহ্বান জানান। পুনাক সভানেত্রী রুনু দে বলেন, পুলিশ পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মানবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পুনাক সর্বদাই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও মানবিক এবং ইতিবাচক কাজে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে।
এসম মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; এস, এম,কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্; মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা; শওকত কবির, অফিসার ইনচার্জ, সদর থানা; শেখ আবু হেনা মিলন, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা, নড়াইল; জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।