আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৯
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইলের নাগরপুরে লুকিমুদ্দিন ওরফে লোকমান (৪৮) নামের মৃত্যদন্ড প্রাপ্ত এক পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।সে নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
আজ শনিবার ভোর ৫টায় ভারড়া গ্রামের নিজ বাড়ি থেকে নাগরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। লোকমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ।
তিনি (ওসি) জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত আসামী লুকিমুদ্দিন ওরফে লোকমানকে আদালত মৃত্যুদন্ডের আদেশ দেন। সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ফজলুর রহমান, মো.সিরাজুল ইসলাম ও এএসআই মো. জহিরুল আলম জহির সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যায় ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করে।হত্যা মামলার তদন্ত রিপোর্টে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বাদী আসাদুজ্জামান নিজেই সঙ্গীয় আরো ৪ জনকে নিয়ে নিজের পিতাকে হত্যা করে। বাকী ৪ আসামী হলো, লুকিমুদ্দিন ওরফে লোকমান, জহির উদ্দিন জরু, আব্দুল মান্নন ও আওয়াল।
পরে মির্জাপুর থানার এসআই শ্যমল দত্ত বাদী হয়ে মোট ৫ জনকে আসামী করে চার্জশিট দাখিল করেন। আসামী লুকিমুদ্দিন ওরফে লোকমান, আ. মান্নান ও আওয়াল পলাতক ছিল। অপর দুই আসামী জেল হাজতে রয়েছে।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানভীর হোসেন জানান গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামছুল আলমের আদালতে উপস্থাপন করলে, আদালত তাকে জেলে প্রেরণের আদেশ দেন ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |