আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৪
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল দায়িত্ব নেয়ার পর স্বল্প সময়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে সাধারন মানুষের আস্থা অর্জন করেছে। তিনি বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ ও ইউনিয়নের সকল সমস্যা সমাধানে সার্বক্ষণিকভাবে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কাজ করছেন। রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল গত ৯জানুয়ারী পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারের পরিকল্পনা অনুযায়ী কাবিখা, টিআর, কাবিটা, ননওয়েজ প্রকল্প, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়নসহ অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মস‚চি প্রকল্পের আওতায় ৩২১জন সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। রায়গঞ্জ ইউনিয়নে ননওয়েজ প্রকল্পের আওতায় পুর্ব রায়গঞ্জ গ্রামের আজিজারের বাড়ী সংলগ্ন ইউড্রেন নির্মাণ ও এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বালাবাড়ি কালী মন্দির থেকে নন্দর বাড়ি পর্যন্ত, রাঙ্গালীরবশ হামিদের বাড়ি থেকে উওর রাঙ্গালীরবশ নুরানী মাদ্রাসা পর্যন্ত ও কলেজপাড়া খলিল বিডিআরের বাড়ি থেকে নছিরের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি করণ কাজ চলমান রয়েছে। রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজ অব্যাহত রেখে আইন-শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন প্রকল্পের আওতায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ শতভাগ বাস্তবায়নে ভুমিকা রাখছেন।
এ ব্যাপারে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান দীপ মন্ডল জানায়, রায়গঞ্জ ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়ন কাজ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। সাধারন মানুষের খুব কাছে থেকে তাদের দুঃখ কষ্ট অনুভব করে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। রায়গঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সংস্কার করে সকল সমস্যা সমাধানে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |