আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৫
বিডি দিনকাল ডেস্ক :- নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছলো নিউজিল্যান্ড। ৪৭ বলে হার না মানা ৭২ রানের ইনিংস খেলেন কিউই ওপেনার ডেরিল মিচেল। এতে ৬ বল বাকি রেখেই জয় পায় নিউজিল্যান্ড।
তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়লেন ডেভন কনওয়ে ও ডেরিল মিচেল। ৩৮ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন কনওয়ে। পরে ব্যক্তিগত ২ রানে উইকেট খোয়ান গ্লেন ফিলিপ। এতে ১৬তম ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১১০/৪-এ
এর আগে ৪ রান করে সাজঘরে ফেরেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। তাকে সাজঘরে ফেরান ইংলিশ পেসার ক্রিস ওকস। ১১ বলে ৫ রান করে আউট কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ওকসেরই বলে এবার ক্যাচ নেন আদিল রশিদ। এতে ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৩/২-এ
মঈন আলীর হার না মানা অর্ধশতকে লড়াইয়ের পুঁজি পেলো ইংল্যান্ড। ৩৭ বলে ৫১ রান করেন মঈন। এতে ইনিংস শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬৬/৪-এ। ইনিংসে মঈন হাঁকান তিনটি চার ও দুটি ছক্কা।
চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়েন মঈন ও লিভিংস্টোন। একটি করে চার-ছয়ে লিভিংস্টোন করেন ১০ বলে ১৭ রান। ইনিংসের শেষ ১০ ওভারে ৯৯ রান করেন ইংলিশরা।
তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন ডেভিড মালান ও মঈন আলী। ৩০ বলে ৪২ রান করে টিম সাউদির বলে ক্যাচ দেন মালান। এতে ১৫.২তম ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১১৬/৩-এ। তখন ২৫ রানে অপরাজিত ছিলেন মঈন আলী।
টসে হেরে আগে ব্যাটিংয়ে শুরুটা খারাপ ছিল না ইংল্যান্ডের। তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ক্যাচে ভাঙে ইংল্যান্ডের ৩৭ রানের ওপেনিং জুটি। পেসার অ্যাডাম মিলনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আসরে প্রথমবারের মতো ওপেনিংয়ে ব্যাট করতে নামা জনি বেয়ারস্টো। ৮.১তম ওভারে লেগ স্পিনার ইশ সোধির বলে এলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন চলতি বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরিয়ান জস বাটলার। ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬৭/২-এ।
২৪ বল মোকাবিলায় চার বাউন্ডারিতে ২৯ রান করেন বাটলার। জনির ব্যাট থেকে আসে ১৭ বলে ১৩ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ড দলে নেই ইনফর্ম ব্যাটার জেসন রয়। আগের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ইংলিশ ওপেনার। রয়ের বদলে একাদশে সুযোগ পেয়েছেন স্যাম বিলিংস। অন্যদিকে অপরবির্তিত একাদশ নিয়ে খেলছে নিউজিল্যান্ড।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |