আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৪
মুহম্মদ আজিজুল হক:
>
> তুমি গেছো ভাইয়া ভিন বাড়িতে
> এই বাড়িতে আমি,
> কাটছে সময় কেমন আমার
> জানেন অন্তর্যামী।
> আজ আমায় ফেলে গিয়েছো চলে
> ভিন বাড়িতে তুমি,
> তাই বিহঙ্গ আর গাহে না গীত
> নিথর বনভূমি;
> তুমি গেছো চলে সাথে গেছে আলো
> এই বাড়িটা ছেড়ে;
> কৃ্ষ্ণ পক্ষের মলিন চাঁদেরও
> জ্যোছনা গেছে মরে।
> ঈশান কোণের কালো মেঘখানি
> দ্রুত আকাশ ছায়,
> মনের দেয়ালে ব্যথার লতাটি
> আরো দেয়াল বায়।
> আবার তুমি আসবে ব’লে আমি
> আশায় চাহি পথ
> আমার প্রাঙ্গনে যদি হাসি-গানে
> ফেরে তোমার রথ।
(লেখক: চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত-)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |