আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৩
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :-কারো পাসপোর্ট নাই, কারো ভিসা নাই, কেউবা ধরপাকড় থেকে বাঁচতে বনে জঙ্গলে পালিয়ে আছেন, কেউ কাজ হারিয়েছেন, কেউ অসুস্থ আবার কেউ খাদ্য সঙ্কটে পড়েছেন। এমন নানামুখী সমস্যায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা। সমস্যার সমাধান খুঁজতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপও চান তারা।
কুয়ালালামপুরের সন্নিকটে কাজাং এ ১৫ থেকে ২০ জন বাংলাদেশী খাবারের সঙ্কটে রয়েছেন। তাদের সহযোগীতায় দাঁড়িয়েছেন পাশে থাকা সহকর্মীরা। যারা আর্থিকভাবে একটু স্বচ্ছল তারা সবাই মিলে বাকিদের থাকা খাওয়ার বন্দবস্থ করছেন।
পুরো মালয়েশিয়া জুড়ে খাদ্য সঙ্কটে পড়া প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা একেবারেই কম নয়। যাদের বেশিরভাগেরই দেখার কেউ নেই। লকলাউনের শর্ত মেনে কর্মস্থল খুলছে ঠিকই কিন্তু ছাটাই হচ্ছেন অনেকে। প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীদের অনেকেই খাওয়া থাকার সুযোগ বা বেসিক বেতন পেলেও বাকিরা কোন সুযোগ সুবিধাই পাচ্ছেননা।
এছাড়া পাসপোর্টের সমস্যায় চরম ভোগান্তিতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা। করোনার মধ্যে পাঁচ থেকে ছয় মাসে পাসপোর্ট মিললেও এখন তাও মিলছে না। বাংলাদেশ হাইকমিশন বলছে গেলো ৯ মাসে ২ লাখ ৯ হাজার ৫২৬টি নবায়নকৃত পাসপোর্ট প্রবাসীদের কাছে পৌঁছে দিতে পেরেছেন তারা। দেশের সার্ভার জটিলতায় সাম্প্রতিক সময়ে ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে আসতে সময় লাগছে বলেও জানান তারা। তবে প্রবাসীদের অভিযোগ পাসপোর্ট কুয়ালালামপুরে পৌঁছালেও তাদের হাতে পৌঁছাচ্ছে না। শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সেবা চলছে যার ফলে অনেকেই ভোগান্তিতে পড়ছে। অনলাইন পদ্ধতিতে পাসপোর্ট ডেলিভারি নেয়ার এ প্রক্রিয়ার সঙ্গে অনেকেই পরিচিত নয় যার ফলে ভোগান্তি বাড়ছে বলে মনে করেন তারা।
অভিযোগ রয়েছে সঠিক সময়ে পাসপোর্ট না পাওয়ায় ভিসা নবায়ন, রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধতা কিংবা দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়ায়ও অংশ নিতে পারছেন না হাজারো মালয়েশিয়া প্রবাসী।
লকডাউনে ঘরবন্দি সময় পারের মধ্যেও রয়েছে ধরপাকড়ের আতঙ্ক। স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিবাসন বিভাগের কঠোর নজরদারির মধ্যে রয়েছেন অভিবাসিরা। প্রতিদিনই চলছে অভিযান। আর এসব অভিযানে আটক হচ্ছেন কাগজপত্রবিহীন থাকা প্রবাসীরা। অভিবাসন বিভাগের এসব অভিযান থেকে বাঁচতে অনেকেরই ঠাই নিতে হচ্ছে বনে জঙ্গলে।
মালয়েশিয়া সরকারের সহজ শর্তে দেশে ফিরে যাওয়া প্রবাসীদের জন্যও দুর্ভোগের অন্ত নেই। দেশে ফিরতে তাদেরকে পূর্বের যে কোন সময়ের চেয়ে দ্বিগুন বা তিনগুন বিমানভাড়া গুনতে হচ্ছে। দেশে ফিরে হোটেল কোয়ারেন্টাইন বাবদ দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। চাকুরী হারিয়ে, আর্থিক অসচ্ছলতায় পড়ে দেশে ফিরে যাওয়া বা ফেরার অপেক্ষায় থাকা এসব প্রবাসীদের জন্য অতিরিক্ত বিমান ভাড়া ও হোটেল কোয়ারেন্টাইনের অর্থ যোগানো কষ্টসাধ্য হয়ে পড়ছে।
সাধারণ প্রবাসীদের পাশাপাশি ক্ষুদ্র ও মধ্যম ব্যাবসার সঙ্গে জড়িত প্রবাসীরাও রয়েছেন বিপাকে। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই ব্যাবসা গুটিয়ে ফেলেছেন কিংবা বিকল্প চিন্তা করছেন। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে ব্যবসা পরিচালনা করা একরকম দু:সাধ্য হয়ে পড়েছে। আর যারা পর্যটক নির্ভর ব্যবসার সঙ্গে জড়িত তাদের অবস্থা একেবারেই নাকাল। স্থানীয়রা সরকারিভাবে কিছু সুযোগ সুবিধা পেলেও অভিবাসিরা তা থেকে বঞ্চিত।
দীর্ঘদিন মালয়েশিয়ায় আছেন এমন প্রবাসীরা বলছেন প্রবাসীদের এই দু:সময়ে সরকারের উচিত ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো। যারা দেশে ফিরে যেতে চায় তাদেরকে সরকারিভাবে ফিরিয়ে নেয়া এবং যারা সমস্যায় রয়েছেন তাদের সহযোগিতা করা। একই সঙ্গে দু’দেশে’র উচ্চ পর্যায়ে আলোচনাও প্রয়োজন বলে মনে করেন তারা।
তবে আশার বানি হয়ে এসেছে দুটি ভ্যাকসিন দিলে চলাচলে শিথিলতার ঘোষণায়। যদিও প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনে’র এ ঘোষণার পরিপূর্ণ সুবিধা পেতে দেশটির সংক্রমনের সংখ্যা কমতে হবে। করোনা সংক্রমনের অধিক ঝুঁকিতে থাকা অঞ্চলগুলো প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে উত্তোরন ঘটলেই কিছুটা স্বাভাবিক হবে পরিস্থিতি। যদিও জনজীবন স্বাভাবিক না হলে চলমান এ সঙ্কট থেকে পরিত্রান সম্ভব নয় বলে মনে করেন প্রবাসীরা।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |