- প্রচ্ছদ
-
- মিডিয়া
- নানা আয়জনে জয়পুরহাট প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন
নানা আয়জনে জয়পুরহাট প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের গৌরবের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
২ দিন ব্যাপী এ উপলক্ষে শুক্রবার, বিকেল পাঁচটায় জয়পুরহাট পৌরসভারর মিলনায়তনে আলোচনাসভা শনিবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। জয়পুরহাট প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন খান চিশতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহম্মদ চৌধুরী সাংবাদিক আবু মুছা প্রমুখ।
আলোচনাসভা শেষে ৫০ বছর পূর্তিতে ম্যাগাজিন প্রকাশনা উৎসব করা হয়। প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি প্রধান অতিথি হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের হাতে ‘জয়পুরহাট প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী’ নামক ম্যাগাজিন বই তুলে দেন।
শনিবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাটের প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশ করেন। রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সাংস্কুতিক অনুষ্ঠান শেষে প্রেসক্লাব কার্যালয়ে নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে অতিথিবৃন্দ ও প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। সুবর্ণজয়ন্তীতে প্রেসক্লাব ভবন আলোকজ্জা করা হয়েছে।
জয়পুরহাট প্রেসক্লাবের সদস্যরা জানান, ১৯৭২ সালে জয়পুরহাট প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়। সেই সময় সংবাদপত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা জয়পুরহাট পৌরসভা সংলগ্ন জয়পুরহাট প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান জয়পুরহাট পৌরসভা মূল ফটকের পাশে তিন তলা বিশিষ্ট জয়পুরহাট প্রেসক্লাব ভবন।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি বলেন, ১৯৭২ সালে জয়পুরহাট প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। জয়পুরহাট প্রেসক্লাব গৌরবের ৫০ বছর পূর্ণ করল। এ উপলক্ষে আমরা সুর্বণজয়ন্তী উদযাপন করছি।
Please follow and like us:
20 20