- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নানা কর্ম সুচীর মাধ্যমে জয়পুরহাটে শহীদ জিয়ার ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন
নানা কর্ম সুচীর মাধ্যমে জয়পুরহাটে শহীদ জিয়ার ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন
প্রকাশ: ৩০ মে, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট। ৩০।০৫।২১
নানা কর্ম সুচীর মাধ্যমে জয়পুরহাটে শহীদ জিয়ার ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। আজ রবিবার সকাল ৮ টায় জেলা বিএনপি, কায্যালয়ে জেলা বিএনপি, জেলাযুবদল, জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা শ্রমিক দল সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরাশহীদ জিয়ার ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রথমে জাতীয় পতাকাও দলীয়পতাকা উত্তোলনের মাধ্যমে , দিনের কর্ম সূচি শুরু হয়
,শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্য দান, কালো ব্যাচ ধারন, দূস্থঃ দের মাঝে খাবার বিতরণ, ও শহীদ জিয়ার কর্ম ময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্ক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছূল হক,ফজলুর রহমান, মাসুদ রানা প্রধান, গোল জার হোসেন, আঃ ওয়াহাব প্রমুখ। উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট, এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলু, ছাত্র দলের সভাপতি, মামুন রশিদ, আদনান, ফিরোজ, আঃ সাত্তার,,
-আবুবকর সিদ্দিক
Please follow and like us:
20 20