আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৯
ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কথিত নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। শিশু দুটির মৃত্যু আসলে নাপা সিরাপ খেয়ে হয়নি। তাদের মা লিমা বেগম মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে সন্তানদের হত্যা করেছেন-এমন অভিযোগে লিমাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিষ্টির সঙ্গে শিশুদের বিষ খাওয়ানোর কথা স্বীকার করেছেন তিনি।
এর আগে ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ তোলেন স্বজনরা। নাপা সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়-এমন প্রচারণার পর চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় সারা দেশে। পরে ব্যাচের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পরে আবারও বিক্রি শুরু হয়। একই সঙ্গে সিরাপের নমুনা সংগ্রহ করা হয় এবং তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়।
এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে বুধবার (১৬ মার্চ) মাঝরাতে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলায় আটক লিমাকে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |