গত ১৭ আগষ্ট, ২০২১ খ্রিঃ তারিখে ভোর ০৪.০০ টায় নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় অভিযান পরিচালনা করে রনিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১২,৬৬,০০০ (বার লক্ষ ছিষট্টি হাজার) টাকা, ০১ টি ল্যাপটপ, ১৬ টি সিম কার্ড সহ ০৯ টি মোবাইল ফোন সেট ও ০১ টি মটর সাইকেল উদ্ধারমূলে জব্দ করা হয়।
নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর দিক নির্দেশনায় নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড অপারেশনস্) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এবং নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা-র নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত রনি হাসান ছোট বেলা হতে তার পিতার সাথে সোনারগাঁ থানার সাহাপুর কাঠপট্টিতে লাকড়ীর ব্যবসা করত। এক পর্যায়ে সে মাদক ব্যবসায় জড়িয়ে পরে। পরবর্তীতে বৈদ্যের বাজার এলাকায় খেঁয়া পারাপারের নৌকায় মাঝির কাজ করত। এরপর ধীরে ধীরে নৌপথে চাঁদাবাজী, ছিনতাই ও ডাকাতির মত জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে। বৈদ্যের বাজারে নৌ পুলিশের কার্যক্রম শুরু হওয়ার পরে তার অপরাধমূলক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে সে ক্ষিপ্ত হয়ে নৌ পুলিশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করতে থাকে।