- প্রচ্ছদ
-
- অপরাধ
- নারীর জীবন নিয়ে রাজনীতির অভিযোগ উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্দে
নারীর জীবন নিয়ে রাজনীতির অভিযোগ উপজেলা ছাত্রলীগ নেতার বিরুদ্দে
প্রকাশ: ৩ জুন, ২০২১ ৪:১২ অপরাহ্ণ
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইল জেলার সখিপুরের উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ (মির্জা শরীফ) এর বিরুদ্ধে নারীর জীবন নিয়ে রাজনীতির করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানজিন সিকদার চৈতি নামে এক আইডি থেকে এমনটা দাবি করে স্ট্যাটাস দেওয়া হয়। জানা যায়, দুই বছর এর বেশি সময় আগে সখিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের প্রায় ৭ মাসের মাথায় গত ১৯জানুয়ারী,২০২০ এ সখিপুর পৌরসভার বাসিন্দা মো. ইসমাইল সিকদারের মেয়ে তানজিনা আক্তার চৈতি (তানজিন শিকদার চৈতি) কে গোপনে বিয়ে করে। কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে যেকোন উপজেলা ছাত্রলীগ কমিটির মেয়াদকাল এক বছর এবং বিবাহিত কেউ ছাত্রলীগের স্বীয়পদে বহাল থাকতে পারবে না। কিন্তু এখনও তিনি (শরিফ) উপজেলা ছাত্রলীগের কমিটির স্বীয় পদে বহাল রয়েছেনই এবং দিয়ে যাচ্ছেন সম্মেলন বিহীন একের পর এক বিভিন্ন ইউনিয়ন এ বিতর্কিত কমিটি। বর্তমানে তানজিনা আক্তার চৈতি বারবার বউ এর অধিকার চাইলে অধিকার দিতে অস্বীকৃতি জানায় ও রাজনীতির মাধ্যমে ছাত্রলীগের পদ কে হাতিয়ার করে তার জীবন নষ্ট করে দিয়েছে এবং একাধিক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত থাকার এমন অভিযোগ তুলে চৈতি তার নিজের ফেইসবুকে স্ট্যাটাস দেন। এসব প্রকাশ করার পর চৈতি বিভিন্ন মহল থেকে হুমকির স্বীকার হচ্ছেন বলে পুনরায় ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে তার জীবন নাশ ও পরিবারের ক্ষতির আশংকা থাকায় চৈতি স্ট্যাটাস গুলো মুছে দেন।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ এবং বিবাহিত কেউ ছাত্রলীগের কোন পদে বহাল থাকতে পারবেন না, কিন্তু তিনি কোন নিয়মে যে এখনো বহাল আছেন তা আমাদের অজানা। তারা অতি সত্তর কমিটি ভেংগে নতুন কমিটির দাবি জানান। উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পরে কথা বলবো বলে ফোন কেটে দেয়। মির্জা শরিফের খালু শ্বশুর ইলিয়াস কাশেম তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
Please follow and like us:
20 20