আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৯
গত ১৪ জুন ২০২৩, চট্টগ্রামে অনুষ্ঠিত তারুণ্যের মহাসমাবেশ শেষে বাড়ী ফেরার পথে মীরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালায় এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক বেগম সেলিমা রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য সচিব নিপুন রায় চৌধুরী।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা মীরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর হামলা, অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী, বেদনাদায়ক ও নির্দয় নিষ্ঠুরতার এক নজীরবিহীন ঘটনা। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-বর্তমান শাসকগোষ্ঠী যুবলীগ-ছাত্রলীগকে বর্বরতা এবং রক্তারক্তির লাইসেন্স দিয়ে দিয়েছে। ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নির্যাতনের শিকার হয়ে নারী ও শিশুর আর্তনাদে যখন আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে তখন সন্ত্রাসীরা উল্লাসে ফেটে পড়ে। মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহেলিয়াতের যুগে প্রবেশ করেছি। নারীর কান্নায় বাংলাদেশ এখন এক শোকার্ত জনপদ। আমরা নাদিয়া নুসরাতের ওপর মীরসরাই আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও পৈশাচিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । নাদিয়া নুসরাতের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কারান্তরীণ নাদিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করছি।”প্রেস বিজ্ঞপ্তি
ধন্যবাদান্তে,
নিপুন রায় চৌধুরী
সদস্য সচিব
নারী ও শিশু অধিকার ফোরাম
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |