আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫৮
বিডি দিনকাল ডেস্ক :- বর্তমান ভোটারবিহীন সরকারের আমলে নারী ও শিশুদেরকে হত্যা এবং তাদের ওপর অব্যাহত গতিতে নির্যাতন-নিপীড়ণের প্রতিবাদে আজ ১০ জানুয়ারী রবিবার নারী ও শিশু অধিকার ফোরাম এর উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।
বক্তব্য রাখেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য মীর সরফত আলী সপু, ডাঃ রফিকুল ইসলাম, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ফরিদা ইয়াসমিন, প্রফেসর ড. মোহাম্মদ আখতার হোসেন, সাদিয়া হক, এ্যাডভোকেট সিমকি ইমাম খান, জাহিদুল আলম হিটু, রাশেদা ওয়াহিদ মুক্তা, মশিউর রহমান বিপ্লব এবং সামিয়া বেগম চৌধুরী।
সভার সিদ্ধান্ত মোতাবেক নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আগামী ১৪ জানুয়ারী ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নারী ও শিশু অধিকার ফোরাম এর উদ্যোগে ঢাকা মহানগরসহ দেশব্যাপী মহানগরসহ জেলায় জেলায় মোমবাতি প্রজ্জলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মোমবাতি প্রজ্জলন কর্মসূচি সফল করার জন্য নারী ও শিশু অধিকার ফোরাম এর নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের আহবায়ক বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।প্রেস বিজ্ঞপ্তি––NAREE O SHISHU ODHIKAR FORUM PRESS RELEASE-10-01-21
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |