আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৩
মনির হোসেন জীবন- নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল লস্করকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বাবুল লস্কর (৪২)। সে ঝিনাইদহ জেলার সদর থানার বদনপুর গ্রামের আঃ ছাত্তার লস্করের পুত্র।
আজ দুপুরে র্যাব-১০ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ ও র্যাব-৬ এর যৌথ পৃথক দল গতকাল রোববার বিকেলে রাজধানী ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় একটি সাড়াশি অভিযান চালায়।
তিনি আরো জানান, অভিযানকালে র্যাব সদস্যরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঝিনাইদহ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বাবুল লস্কর (৪২)কে আটক করতে সক্ষম হয়।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বাবুল লস্কর ওই
মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে অকপটে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |