আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৫
নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি নেতা দুলাল চৌধুরীর নির্দেশে নালিতাবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীরা উত্তর নাকশী, পশ্চিম কাপাসিয়া, মরিচ পুরান সহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শক করেন।
নালিতাবাড়ি উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন, নালিতাবাড়ী শহর বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল হক সিরাজের নেতৃত্বে পূজা কমিটির সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করা হয়।
মতবিনিময়কালে উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেজন্য বিএনপি’র পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলার অন্যান্য ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীরাসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |