আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৩
হাকিকুল ইসলাম খোকন /রিমন ইসলাম সিনিয়র সংবাদদাতাঃনিউইয়র্কে গত মহান একুশের প্রহরে ২০ শে ফেব্রুয়ারী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান এর জ্যাকসন হাইট্স অফিসের অডিটোরিয়ামে অত্যন্ত আনন্দ ও ভাবগাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। রাত ৯ টায় শুরু হয় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত করেন ডাঃচৌধুরী সারওয়ারুল হাসান । বক্তব্য রাখেন অধ্যাপিকা হুসনে আরা বেগম, আই-অন বাংলাদেশ টিভির পরিচালক রিমন ইসলাম, কাজী আশরাফ হোসেন নয়ন,হাসানুজ্জামান হাসান এবং পরিবেশবিদ ড.খন্দকার সুফিয়ান প্রমুখশহ আরো অনেকে।নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবশনা। এতে দেশাত্ববোধক গান পরিবেশন করেন ডাঃ নার্গিস রহমান, মামুন, মোহর খান, চন্দ্রা রায়, শামিম সিদ্দিকী,মহর খান,মামুন এবং সুলতানা খানমসহ অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপসনিউজ এডিটর ও সিনিয়র সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। এরপর রাত ১২.০১ মিনেটে অফিস প্রাঙ্গনে নির্মীত শহীদ মিনারে ১০টি সংগঠন আমার ভাই এর্ রক্তে রাঙ্গানো সম্মান ২১শে ফেব্রুয়ারী গানটি গেয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন। প্রচন্ড শীত উপেক্ষা করে দেড়শত অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজনে আর্থিক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |