আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৮
বিশ্বকাপের মূল আসরের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৭ ওভারে ১৮৮ রান করে বাংলাদেশ। বৃষ্টি আইনে একই ওভারে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৪.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ব্যাটিং মিরাজের ৭৪ রানের পর বোলিংয়ে জোড়া উইকেট নেন মোস্তাফিজুর রহমান। এছাড়া হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের শিকার একটি করে উইকেট। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের।
প্রথম ওভারেই মোস্তাফিজের শিকার
ইনিংসের প্রথম ওভারেই ইংলিশ শিবিরে আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান। এই বাহাতির বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলে স্লিপে তানজীদ হাসান তামিমের হাতে তালুবন্দি হন ইংলিশ ওপেনার ডেভিড মালান।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পুঁজি ১৮৮ রান
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ১৮৮ রান করেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে ৩৭ ওভারে ইংল্যান্ডের লক্ষ্য নির্ধারিত হবে।
এবার মিরাজের ব্যাটে ৭৪
আগের ম্যাচে ৬০ রানের পর আজ ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ রান করলেন মেহেদী হাসান মিরাজ। তার ইনিংসে ছিল ১০ চার।
শুরু হলো খেলা, কাটা গেলো ১৩ ওভার বৃষ্টি শেষে আবার খেলা শুরু হয়েছে।
তবে ১৭ ওভার কাটা পড়েছে। এখন খেলা হবে ৩৭ ওভার করে।
টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি মিরাজের
শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৬৫ রানের পর আজ ইংল্যান্ডের বিপক্ষেও ফিফটি পেলেন মেহেদী হাসান মিরাজ।
ফিফটির কাছে গিয়ে থামনেল জুনিয়র তামিম
২৬ রানে লিটন ও শান্ত ফেরার পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন তানজীদ হাসান তামিম। দুজনের জুটিতে প্রাথমিক চাপ সামাল দেয় টাইগাররা। দলীয় ৭৮ রানে মার্ক উডের বলে তামিম বোল্ড হলে ভাঙে ৫২ রানের জুটি। তামিম করেন ৪৪ বলে ৪৫ রান।
দারুণ শুরুর পর ফিরলেন লিটন
প্রথম ওভারে ১৩ রান তুলে বেশ ভালো শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারে আসে আরও ৮ রান। তবে তৃতীয় প্রথম ওভারের প্রথম বলেই লিটন আউট হলেন। ইংলিশ পেসার রিচ টপলির করা লেগ সাইডে ডেলিভারিতে উইকেটের পিছনে জস বাটলারের গ্লাভসে তালুবন্দী হন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ৫ রান।
ব্যাটিংয়ে বাংলাদেশ, এবার অধিনায়ক শান্ত
দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গুয়াহাটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামছে টাইগাররা। চোটের কারণে এই ম্যাচেও খেলবেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ডেপুটি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ।সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |