- প্রচ্ছদ
-
- বাংলাদেশ
- নিজ বাড়ি থেকে রাজিবপুর উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
নিজ বাড়ি থেকে রাজিবপুর উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
প্রকাশ: ২ জুলাই, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি #কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ জুলাই) ভোররাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজারুল ইসলাম। তিনি জানান, চেক সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হয় জামালপুরের বকশীগঞ্জ আমলি আদালতে। পরে মামলাটি কুড়িগ্রাম আদালতে আসলে আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে শনিবার ভোররাতে চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজারুল ইসলাম জানান, চেক জালিয়াতির মামলায় শনিবার সকালে চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
20 20