আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:১৭
কামরুল হাসান বাবলু:-কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত গড়তে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আজ শনিবার বেলা ১২ টায় রাজধানীর বনানী কাঁচা বাজারের বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে উত্তর বিএনপি ।
উক্ত লিফলেট বিতরণ কার্যক্রমে সেই সময় বিএনপির চেয়ারপারসন এর মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান ,উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম নকি,বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সস্পাদক ও উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান বাচ্ছু সহ বিভিন্নস্তরের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এই সময় উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। তিনি আরও বলেন, তাদের দাবি অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।একেই সাথে আগামী ২৮ মার্চ বাম জোটের ডাকা হরতালের প্রতিও সমর্থন জানালেন আমান উল্লাহ আমান ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব আমিনুল হক বলেন, এই নিশী রাতের সরকার জনগন থেকে বিচ্ছিন্ন, তাই তারা জনগণের কথা চিন্তা না করে তাঁদের লাগামহীন দূর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তিনি জনগণের উদ্দেশ্যে বলেন,আসুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার জনবিচ্ছিন্ন সরকারের পতন ঘটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করি।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |