সূত্র জানায়, মীরসরাই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলকে নিয়ে আয়োজন করা একটি সভা পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। আচরণবিধি লঙ্ঘন করে এ সভায় উপস্থিত ছিলেন তিনি।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার আরশিনগর ফিউচার পার্কে ‘স্বেচ্ছাসেবী ভাবনায় মীরসরাইয়ের সম্ভাবনা, সমস্যা সমাধান ও উন্নয়ন শীর্ষক’ এ সভার আয়োজন করা হয়।
সূত্র জানান দেয়, উপজেলার আরশিনগর ফিউচার পার্কে ১৩০টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি-সম্পাদকদের নিয়ে এই মতবিনিময় সভায় চট্টগ্রাম-১ আসনের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী মাহবুবুর রহমান রুহেল স্বেচ্ছাসেবীদের নানা প্রশ্নের উত্তর ও তিনি নির্বাচিত হলে বিভিন্ন বিষয়ের দিকগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।
সসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলসহ তাঁর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে সভা চলাকালীন মুহুর্তে তা বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টির সত্যাসত্য তা নিশ্চিত করার জন্য মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে স্থানীয় ক’জন সাংবাদিক একাধিকবার ফোন দিলেও উনাকে ফোনে পাওয়া যায়নি বলে সাংবাদিকরা জানান।