আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৪
ফিফার দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
গত ৫ই এপ্রিল সোহাগের পক্ষে তার আইনজীবী এই আপিল করেন।আপিল করতে মোটা অঙ্কের কোর্ট ফি দিতে হয় সোহাগকে।
সোহাগ’র আইনজীবী জানান, নিয়মানুযায়ী এটির শুনানি হবে। এর আগে গত ১৪ই এপ্রিল আর্থিক জালিয়াতির অভিযোগে আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সবধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফা। এছাড়া তাকে প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
৫০ পাতার একটি প্রতিবেদন: তার বিরুদ্ধে মোটাদাগে চার ধারার অধীনে মোট ৩০৬টি পয়েন্টে অভিযোগের বর্ণনা দিয়ে সত্যতার প্রমাণের কথা বলা হয়। সোহাগের নিষেধাজ্ঞায় সারাদেশে তোপের মুখে পড়ে বাফুফে। এরপর সোহাগকে দেশীয় ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ইমরান হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। পরে যাবতীয় আর্থিক দূর্নীতি নিয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটিও গঠন করে দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০০৫ সালে কম্পিটিশন ম্যানেজার হিসেবে বাফুফেতে যোগ দেন সোহাগ।
এরপর ২০১১ সালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং এরপর ২০১৩ সালে পূর্ণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। ১০ বছরের মেয়াদে নানা সময়ে সমালোচিত হন সোহাগ।
Dhaka, Bangladesh শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:45 PM |