- প্রচ্ছদ
-
- অপরাধ
- নিয়ামতপুরে ভাইয়ের হাতে বোন ও প্রতিবেশি নিহত,আটক১
নিয়ামতপুরে ভাইয়ের হাতে বোন ও প্রতিবেশি নিহত,আটক১
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
নওগাঁ প্রতিনিধি:-নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষীতাড়া গ্রামে ভাইয়ের হাতে বোন ও প্রতিবেশি খুন হয়। আজ আনুমানিক বিকাল ৩.০০ ঘটিকায় লক্ষীতাড়া গ্রামে একটি শ্রাদ্ধের অনুষ্ঠান চলাকালীন সময়ে খুনি প্রদীপ (২৮) খুন্তি দিয়ে নিজ বড় বোন লিপি (৩২) ও প্রতিবেশি মনো (৫০) কে আঘাত করে। মনো ঘটনাস্থলেই নিহত হন। বোন লিপি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রদীপ মানুষিক রোগে আক্রান্ত। চিৎকার শুনে এলাকা বাসী ছুটে এসে প্রদীপ কে আটকে রাখে। পরে থানা পুলিশ এসে প্রদীপ গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।
Please follow and like us:
20 20