আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:১২
বিডি দিনকাল ডেস্ক :- নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে জিততে পারেনি আর্জেন্টিনা। নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোলশূন্য ড্র করেছেন লিওনেল মেসিরা। এর পরও ম্যাচ শেষে খুশিই ছিলেন মেসি। কারণ, ‘কঠিন’ প্রতিপক্ষের বিপক্ষে যে হারেনি তাঁর দল। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জানাই ছিল যে ব্রাজিলের বিপক্ষে খেলাটা সব সময়ই কঠিন। এ ম্যাচেও সেটাই হয়েছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা নিয়মিত ভালো খেলে যাচ্ছি এবং এ ম্যাচে হারিনি।’
ব্রাজিলের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পলও জানিয়েছেন ড্র করতে পেরেই খুশি থাকার কথা। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘এ বছর আমাদের শেষ ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে চেয়েছি।
চেয়েছি সমর্থকদের বিনোদন দিতে। আমরা সেটা করতে পেরেছি বলে আনন্দিত।’
চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে মেসির খেলা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তিনি পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন। ম্যাচ শেষে এ বিষয় মেসি বলেন, ‘আমি ভালোই আছি। আর ভালো না থাকলে আমি খেলতাম না। লম্বা সময় আমি বাইরে ছিলাম। এ কারণে এমন একটি গতিময় ম্যাচে খেলাটা খুব একটা সহজ ছিল না। কিন্তু ভাগ্য ভালো যে আমি ভালো আছি। ধীরে ধীরে গতি ফিরে পাব। আশা করছি বছরটা ভালোভাবেই শেষ করতে পারব।’
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |