আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৯
বিডি দিনকাল ডেস্ক:- আজ ২২ এপ্রিল, ঢাকা মহানগর উত্তর ৬ নং রুপনগর থানা বিএনপি’র ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।।
আমন্ত্রিত অন্নান্ন নেতৃবৃন্দদের মধ্যে উপস্হিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য গোলাম কিবরিয়া মাখন, সদস্য (গণমাধ্যম) এবিএমএ রাজ্জাক, সদস্য হাজী আমজাদ হোসেন মোল্লা,সদস্য মাহাবুব আলম মন্টু, সদস্য মোহাম্মদ হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহবায়ক লাইলি বেগম, ছাত্রদল পশ্চিম এর আহবায়ক মহসিন সিদ্দিকি রনি।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক খায়রুল আলম নয়ন।
ইফতার মাহফিল পরিচালনা করেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা ও মোঃ লুৎফর রহমান রনি।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক আলমগীর তালুকদার, ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক আল হাসান মোবারক, বিএনপি নেতা মিজান, দুলাল, মোতালেব, সিরাজ, হাসান ফকির, রাজু, আহসান সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জনাব আমিনুল হক ইফতারের পূর্বে আলোচনায় বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের জুলুম-নির্যাতন এখন মারাত্মক আকার ধারণ করেছে। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা যেমন সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীও বর্তমান সরকারের দোসর হিসেবে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারে মাতোয়ারা হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রুপে আত্মপ্রকাশ করেছে। দেশটা যেন এক মগের মুল্লুক, যেখানে আইন-কানুন, সুষ্ঠু বিচার কিছুই নেই। তাই বর্তমান প্রতিহিংসাপরায়ণ ও জুলুমবাজ সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কোন বিকল্প নেই।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |