আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:২৪
।।জিএম রাঙ্গা।।হিমেল হাওয়া আর ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। দিনের বেলা সূর্য দেখা দিলেও রাতে কনকনে শীত। ঠিক এই সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 31 ডিসেম্বর মঙ্গলবার নেত্রকোণা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক 200 জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় নেত্রকোণা জেলায় কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন, বিএএমএস। কম্বল বিতরণ শেষে আগত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি বাহিনীর অবদান ও ভবিষ্যতের করনীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্তিত করণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ নানাবিধ স্বেচ্ছাসেবামূলক কাজের প্রতি সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। এসময় নেত্রকোণা সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, নেত্রকোণা সদর উপজেলার উপজেলা প্রশিক্ষক সেবাশীষ কুমার সাহা, উপজেলা প্রশিক্ষিকা ইলোরা তাহসিনাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |