আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৫
ময়মনসিংহ: নেশার টাকার জন্য মাকে মারধর করছিলেন বাবা। এ সময় মারধরের হাত থেকে দৌড়ে মাকে বাঁচাতে গিয়ে বাবার শরীরে কাঁচ দিয়ে আঘাত করে ছেলে জয়। পরে গুরুতর আহত বাবা দুলুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার গভীর রাতে ময়মনসিংহে নগরীর কৃষ্টপুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছেলে জয় (২০) একই এলাকার দুলু মিয়ার ছেলে। নিহত দুলু ভাঙাড়ির ব্যবসা করতেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, রাতে কাজ শেষে বাসায় ফিরে দুলু নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় জয় মাকে বাঁচাতে গেলে দুলু তাকেও মারে।
এ সময় জয় কাঁচ দিয়ে বাবার শরীরে আঘাত করে। পরে আহতাবস্থায় দুলুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |