আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:০৪
বিডি দিনকাল ডেস্ক :- নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এ বছর জাতিসংঘ ফাউন্ডেশনের “চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ” পুরস্কার প্রদান করা হয়েছে।তার সাথে এই পুরস্কার পেয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকনজো—ইওয়েইলা।
গত ৯ ডিসেম্বর ২০২১ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। জাতিসংঘের উপ—মহাসচিব আমিনা জে মোহামেদ পুরস্কার প্রদান করেন।
ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়েছে- মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ প্রফেসর ইউনূসকে এই পুরস্কার দেয়া হয়েছে।
উল্লেখ্য, পৃথিবীর সর্বত্র, সকলের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতিসংঘের লক্ষ্যসমূহ ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
এই সম্মাননা প্রদান করা হয় নিউ ইয়র্কে অনুষ্ঠিত “উই দ্য পিপল্স” অনুষ্ঠানে, যার নামকরণ করা হয়েছে জাতিসংঘ সনদের অনুপ্রেরণাদায়ী উদ্বোধনী শব্দসমূহ থেকে, এবং জাতিসংঘ প্রতিষ্ঠাকারীদের সুগভীর রূপকল্পের প্রতি সম্মান প্রদর্শন করতে —ভবিষ্যত প্রজন্মদেরকে যুদ্ধের অভিশাপ থেকে রক্ষা করতে, মানবাধিকার ও সমানাধিকারের প্রতি জাতি সংঘের আস্থা পুনর্ব্যক্ত করতে, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইন নিশ্চিত করতে, এবং সামাজিক প্রগতি ও স্বাধীনতা ত্বরান্বিত করতে।
নোবেল লরিয়েট ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এই পুরস্কার দেয়া হলো মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ।
জাতিসংঘের উপ—মহাসচিব আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন এবং অনুষ্ঠানেই প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন যার মূল বিষয়বস্তু ছিল প্রফেসর ইউনূসের “তিন শূন্য’র পৃথিবী” ও তা সৃষ্টির প্রচারাভিযান।
ইতোপূর্বে যারা “চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ” পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন, জাতি সংঘ মহাসচিব কফি আনান ও বান কি—মুন, আর্চবিশপ ডেসমন্ড টু টু এবং শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি প্রমূখ।।
Dhaka, Bangladesh শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:54 PM |