আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১১
অাবুবকরসিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধু কে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাট জেলা বাসদের উদ্যোগে আজ ৬ অক্টোবর সকাল ১১টায় পাঁচুরমোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাসদের আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সদস্য সচিব সামিউল ইসলাম বাবু,সদস্য উৎপল দেবনাথ, জেলা ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক রাশেদ, জেলা সাংগঠনিকসম্পাদক মুর্শিদ আলম, জেলা দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, এক জন নারীকে বিবস্ত্র করা মানে একটা দেশকে বিবস্ত্র করা, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে। বিচারহীনতার সংস্কৃতি, বিচারের দীর্ঘসূত্রতা, ভোগবাদী রাজনীতি নারী ও শিশু নির্যাতনের জন্য দায়ী। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘এমসি কলেজে গণধর্ষণের দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না। তারা অবিলম্বে সব অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। সেই সাথে ব্যার্থ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |