আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৯
নোয়াখালী:- নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার আলাইয়ারপুর ইউপির রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব ওরপে রাকিব চোরা (১৯) ও একই ইউপির এনায়েতনগর গ্রামের রফিক উল্যাহর ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)।
এসময় তাদের দেয়া তথ্যমতে দুটি দেশিয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাকিব ও বাবু স্থানীয় সাহাব উদ্দিন বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতে আলাইয়ারপুর ইউনিয়নের রমনীরহাট এলাকায় সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপরোক্ত আসামীদের গ্রেপ্তার করে। একপর্যায়ে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে অস্ত্র-গুলির কথা স্বীকার করলে বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউপির ৫নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের বাবলুর সুপারি বাগানের ডোবা ও ঝোপঝাড়ের ভিতর হতে ২ টি দেশীয় তৈরি পাইপগান ও ৪ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |