- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের এমপি মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন
নড়াইলের এমপি মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন
প্রকাশ: ৫ অক্টোবর, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের এমপি মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন। বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেয়ার কারিগর ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন সোমবার (৫অক্টোবর)। ১৯৮৩ সালের অর্থাৎ (৫ অক্টোবর) তার জন্ম হয়। কারো কাছে ম্যাশ, কারো কাছে তিনি মাশরাফি নামে পরিচিত হলেও নড়াইলের সবাই তাকে ছোট বেলা থেকে কৌশিক নামেই জানে। কোটি কোটি মানুষের মহানায়ক একজনই, আর তিনি হলেন মাশরাফি বিন মুর্তজা। যাকে মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনার হীরের টুকরো বলে ডাকে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবথেকে সফলতম অধিনায়কের মুকুটটি এখন পর্যন্ত মাশরাফির মাথাতেই শোভা পাচ্ছে। যে ঘাস মাড়িয়ে মাশরাফি বড় হয়েছেন, যে মাটিতে কেটেছে তার শৈশব; আজ সেই মাটিতে সোনা ফলানোর দায়িত্ব তার।সে এখন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য ।সে আমাদের নড়াইলের গর্ব। মাঠের ২২ গজের মতো রাজনৈতিক মঞ্চেও চলছে তার দাপট। নড়াইলে চোখ মেললেই দেখা যায় মাশরাফিকে নিয়ে গণমানুষের উল্লাস, উদ্দীপনা আর আনন্দ। কাকতালীয় ব্যাপার হলেও মহান সৃষ্টিকর্তা তাকে ভালোবাসার উপহার হিসেবে ২০১৪ সালের একইদিনে অর্থাৎ (৫ অক্টোবর) তারিখেই পৃথিবীর বুকে পাঠান তার দ্বিতীয় সন্তান পুত্র সাহিল।
Please follow and like us:
20 20