উজ্জ্বল রায়, নড়াইল থেকে:-নড়াইলের কালিয়া উপজেলার ১২ ইউনিয়নের অধিকাংশ নৌকার ভরাডুবির হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের জয় জয়াকার। ১২টি ইউনিয়নের মধ্খযে ১০ টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারি ভাবে বিজয়ী এবং দুইটিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে জানাগেছে। বিভিন্ন সূত্রে জানাগেছে, নড়াইলের কালিয়া উপজেলা ১২ ইউনিয়নের ১০ ইউনিয়নে বে-সরকারিভাবে নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যানরা হলেন, কলাবাড়ীয়া ইউনিয়নে মাহমুদুল হাসান কায়েস (স্বতন্ত্র), বাবরা-হাচলা ইউনিয়নে মো.মোজাম্মেল হোসেন ((স্বতন্ত্র), চাচুড়ি ইউনিয়নে মেলজার হোসেন ভূঁইয়া (স্বতন্ত্র), পুরুলিয়া ইউনিয়নে আমিনুল ইসলাম (স্বতন্ত্র), সালামাবাদ ইউনিয়নে মাহবুবুর মোল্যা (স্বতন্ত্র), ইলিয়াচাবাদ ইউনিয়নে মল্লিক মানিরুল ইসলাম (স্বতন্ত্র), বাঐশোনা ইউনিয়নে মো.চুন্নু শেখ (স্বতন্ত্র), পহরডাঙ্গা ইউনিয়নে মল্লিক মাহামুদুল ইসলাম (স্বতন্ত্র), জয়নগর ইউনিয়নে কাজী আইয়ুব হোসেন (স্বতন্ত্র), খাশিয়াল ইউনিয়নে বিএম বরকত উল্লাহ (স্বতন্ত্র)।
অপরদিকে হামিদপুর ইউনিয়নে পলি বেগম (নৌকা) ও মাউলী ইউনিয়নে রোজী হক (নৌকা) বিজয়ী হয়েছেন।