- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের নওয়াগ্রামের জেলেদের জালে ধরা পড়া ঘড়িয়াল পদ্মা নদীতে অবমুক্ত
নড়াইলের নওয়াগ্রামের জেলেদের জালে ধরা পড়া ঘড়িয়াল পদ্মা নদীতে অবমুক্ত
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইলের নওয়াগ্রামের জেলেদের জালে ধরা পড়া ঘড়িয়াল পদ্মায় নদীতে অবমুক্ত। নড়াইলের নবগঙ্গা নদীতে জেলেদের জালে ধরা পড়া ঘড়িয়ালটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর রেলবাজার এলাকায় এটি ছাড়া হয়। রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঘড়িয়ালটি অবমুক্ত করে। তাঁরা খুলনা বনবিভাগের কাছ থেকে ঘড়িয়ালটি পেয়েছেন পুরুষ জাতের ঘড়িয়ালটির ওজন দুই কেজি। এর দৈর্ঘ্য ২৮ ইঞ্চি। ধরা পড়ার পর সেটি খুলনা বিভাগের রেসকিউ সেন্টারে ছিল। বৃহস্পতিবার সকালে সেটি হস্তান্তর করা হয়। ঘড়িয়ালটি অবমুক্ত করার সময় রাজশাহী বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর, ওয়াইলড রেঞ্জার হেলিম রায়হান, ফরেস্টার মোশাররফ হোসেনসহ অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবীর জানান, গত ২৮ নভেম্বর ঘড়িয়ালটি নড়াইল জেলার কালিয়া উপজেলার নওয়াগ্রামের জেলেদের জালে আটকা পড়ে। খুলনা বনবিভাগ জেলেদের কাছ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করে রাজশাহী বন বিভাগের কাছে পাঠায়। তিনি জানান, নবগঙ্গা একটি ছোট নদী। সেজন্য সেখানে অবমুক্ত করা হয়নি। বংশবিস্তারের সুবিধার্থে রাজশাহীর পদ্মা নদীতে ছাড়া হয়েছে। এ নদীতে আরও ঘড়িয়াল রয়েছে।
Please follow and like us:
20 20