- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহার সহযোগিতায় দ্বন্দ্ব ভুলে দু’পক্ষ শান্তির পথে অগ্রসর
নড়াইলের নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহার সহযোগিতায় দ্বন্দ্ব ভুলে দু’পক্ষ শান্তির পথে অগ্রসর
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইলের নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহার সহযোগিতায় দ্বন্দ্ব ভুলে দু’পক্ষ শান্তির পথে অগ্রসর। নড়াইলের কালিয়ায় বিট পুলিশিং সমাবেশ ‘বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাশিয়াল ইউনিয়নের শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নড়াগাতী থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশ নড়াগাতী থানা পুলিশের সহযোগিতায় দ্বন্দ্ব-সংঘাত ভুলে শান্তির পথে অগ্রসর হয়েছে দু’পক্ষ। বিগত ২০১৬ সাল হতে আধিপত্যকে বিস্তার করে দুই গ্রুপের মধ্যে চলমান বিরোধের অবসান ঘটাতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। সমাবেশের মধ্যদিয়ে ইউনিয়নের পেঁচিডুমরিয়া গ্রামের মোঃ বোরাহান শেখ গ্রুপ ও সুলতান শেখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন মামলা, হামলা চলমান ছিল।
বিষয়টি জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) এর নজরে এলে তিনি তাৎক্ষণিক নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহাকে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা এবং কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদকে সঙ্গে নিয়ে বিট পুলিশিং সমাবেশে দুই গ্রুপের সমঝোতা করে দেন। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় শনিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াগাতি থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা পুলিশ সদস্য এবং কোটাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান মোল্যা, মুক্তিযোদ্ধা মনি মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ খাঁ, ইউপি সদস্য (৪নং ওয়ার্ড) ইমরান শেখ, গ্রাম পুলিশ, অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী।
Please follow and like us:
20 20