উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধিঃ নড়াইলের ইতনা ইউনিয়নে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, যে তিনজনে মিলে পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করেছে। ২৮/৬/২০২১ তারিখঃ সোমবার নড়াইলের লোহাগড়া থানার ওই গৃহবধূ বাদী হয়ে তিন জনের নামে মামলা দায়ের করেন।
ধর্ষণকারীরা হলো পাংখার চর গ্রামের দবির উদ্দিন এর ছেলে ১/ ফরমান,২/ হুসাইন, পিং অজ্ঞাত, ৩/ লংকারচর গ্রামের তহিদ মুন্সির ছেলে ফরবান। এদিকে মামলা দায়ের হওয়ার ১২ঘন্টার ভিতরে আসামি ফরবানকে আটক করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানার ওসি অপারেশন মোঃ নাসির উদ্দিন বলেন একজন আসামি গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবং বাকি ২ জন আসামি কে গ্রেফতারের চেষ্টা চলছে।