- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলের বড়দিয়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
নড়াইলের বড়দিয়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:-নড়াইলের বড়দিয়ায় দেশীয় অস্ত্রসহ শিপন মোল্যা (২৬) নামে একজনকে আটক করেছে এলাকাবাসী। ২৪ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে সন্দেহ জনক চলাফেরা দেখে তাকে আটক করা হয়। আটককৃত শিপন মোল্যা উপজেলার তেলকাড়া গ্রামের মৃত সুলতান মোল্যার ছেলে। বাজারে অবস্থানকারী মানুষের থেকে জানা যায়, শিপন মোল্যা দেশীয় অস্ত্র স্যান দা কাপড়ে মুড়িয়ে নদীর তীরে ঘোরাফেরা করছিল। তার চলাফেরায় বাজারে থাকা জনগনের সন্দেহ হওয়ায় তাকে ডাক দিলে দৌড়ে খেয়ায় উঠে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস ঘটনা ঘটানোর উদ্যেশ্যে এ অস্ত্র বানানো হয়েছে বলে ধারনা করছেন উপস্থিত বাজারবাসীরা। লোহাগড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তাকে আটক করে লোহাগড়া থানায় নিয়ে যায়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, বড়দিয়াবাসী স্যান দাসহ শিপন মোল্যা নামে এক লোককে আটক করেছে জানতে পেরে স্যান দাসহ আমরা তাকে আটক করেছি । আটককৃত শিপন মোল্যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:
20 20