- প্রচ্ছদ
-
- আইন/আদালত
- নড়াইলের সাবেক তহসিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসকে ৫টি মামলায় ৮৪ বছরের জেল
নড়াইলের সাবেক তহসিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসকে ৫টি মামলায় ৮৪ বছরের জেল
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:-নড়াইলের সাবেক তহসিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসকে ৫টি মামলায় ৮৪ বছরের জেল। জালিয়াতির মাধ্যমে সরকারের টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নড়াইলের সাবেক তহসিলদার নারায়ন চন্দ্র বিশ্বাসকে ৫টি মামলায় ৮৪ বছর কারাদণ্ড দিয়েছেন যশোরের আদালত। তবে তাকে কারাভোগ করতে হবে সর্বোচ্চ ৭ বছর। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্পেশাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ শামসুল হক এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে তিনি এজলাসে উপস্থিত ছিলেন।
আদালত দুদকের আইনজীবী আশরাফুল আলম বিপ্লব জানান, নড়াইল জেলার আওড়িয়া ও চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদে তহসিলদার থাকাকালে জাল কাগজপত্র বানিয়ে গত ৫ অর্থবছরে (১৯৯৬-২০০১) সরকারের ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় নড়াইল সদর ভূমি অফিসের কাননগো হাবিবুল্লাহ বাহার ২০০২ সালের ১০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে মামলা করেন। বিষয়টি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত ৫টি মামলায় ৮৪ বছর কারাদণ্ড দেন নারায়ন চন্দ্র বিশ্বাসকে। তবে তাকে কারাভোগ করতে হবে সর্বোচ্চ ৭ বছর। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণাকালে তিনি এজলাসে উপস্থিত ছিলেন। বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
Please follow and like us:
20 20