- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইলে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন ডিসি ও এসপি
নড়াইলে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন ডিসি ও এসপি
প্রকাশ: ১৪ জুলাই, ২০২১ ১০:২৮ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায় (জেলা প্রতিনিধি) নড়াইল থেকে: নড়াইলে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন ডিসি ও এসপি।ভূমিহীন মাঝে বরাদ্দৃকত দুই শতক জমিসহ ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসন। মঙ্গলবার নড়াইলের কালিয়া উপজেলার সালামাদ ইউনয়নের বৌদ্দ বাটি আশ্রয়ণ প্রকল্পের ১১টি ঘর পরিদর্শন করেন। নড়াইল জেলা প্রশাসক মুহাম্মদ হাবিবুর রহমান, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) নবাগত কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে আশ্রয়নের নির্মাণকাজ পর্যবেক্ষণ করেন এবং বাসিন্দাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় করোনার সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয় বাসিন্দাদের। উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে নড়াইল জেলায় মোট ৪৭৭টি ঘর বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩২৫টি এবং দ্বিতীয়ধাপে ১৫২টি ঘর বিতরণ করা হয়।
Please follow and like us:
20 20