আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৯
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:-আগামি ৩০ জানুয়ারি নড়াইল এবং কালিয়া পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীর নাম ঘোষণা করা না হলেও ২৬ ডিসেম্বর আ্ওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
নড়াইল পৌর সভার আ্ওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নেত্রী আ.লীগ নেত্রী আনজুমানআরা। এই পৌর সভায় বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক পৌর মেয়র মো.জুলফিকার আলী।
কালিয়া পৌর সভায় আ্ওয়ামী লীগের প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হীরা বিএনপির প্রার্থী মো.স.ম ওয়াহিদুজ্জামান মিলু।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,নড়াইল পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৩১৩ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ৭০৪ এবং মহিলা ভোটার ১৭ হাজার ৬০৯ জন। এখানে ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট কক্ষ থাকছে ৯৯টি।
কালিয়া পৌর ষবায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৮৩ জন। পুরুষ ভোটার ৮ হাজার ১৪৭ এবং মহিলা ভোটার ৮ হাজার ২৩৬ জন। এখানে ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট কক্ষ থাকছে ৫১টি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো অন্য কোন রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থীদের নাম শোনা যায়নি।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |