- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
নড়াইলে ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি : – নড়াইলে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে যাওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুুপরে লোহাগড়া থানা-পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুইজন হলেন কালিয়া উপজেলার দেবদুন গ্রামের মকিতুর রহমান মোল্লা (৬০) ও তার ছেলে আরাফাত মোল্লা (৩৫)।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, গত ১০ ফেব্রুয়ারি দুপুরে আটলিয়া গ্রামের সাকিব শিকদারের ইজিবাইকটি খোয়া যায়। তিনি নড়াইল শহর থেকে দুজন যাত্রী নিয়ে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজারে যাচ্ছিলেন। পথে ওই দুই যাত্রী বিস্কুট ও পানি খান। এরপর সাকিবকেও খেতে দেন। পানি পানের পর সাকিব অচেতন হয়ে পড়লে যাত্রীবেশী দুর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ফিরে সাকিব বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে লোহাগড়া থানায় মামলা করেন। এরপর পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।
ওসি আরো জানান, গ্রেফতার হওয়া দুজন সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য। ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।
Please follow and like us:
20 20