- প্রচ্ছদ
-
- অপরাধ
- নড়াইলে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
নড়াইলে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
নড়াইল প্রতিনিধি :- নড়াইলের লোহাগড়া পৌরসভার প্রধান ফটকের সামনে থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডিবি পুলিশ ৪৯ পিস ইয়াবাসহ মো. মিকাইল হোসেন(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মিকাইল হোসেন লোহাগড়া উপজেলার মোচরা গ্রামের মৃত আব্দুল সালাম মোল্লার ছেলে। পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দীন পিপিএম (বার) জানান, মিকাইল হোসেন অনেক দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে বেশ কয়েকবার জেলও খেটেছে। গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক মো.আনিছুর রহমান, উপপরিদর্শক মাহফুজুর রহমান, উপপরিদর্শক শরিফুল ইসলাম, কনষ্টবল মো.বখতিয়ার হোসেন, শিবলি রহমান, বিকাশ কুমারসহ ১০ সদস্যের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদক বিক্রি অবস্থায় লোহাগড়া পৌর সভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা হয়েছে।
Please follow and like us:
20 20